Awards in Bangladesh (32 টি প্রশ্ন )





 

বাংলাদেশের বীরত্ব সূচক উপাধি বীরশ্রেষ্ঠ ৭ জনকে দেয়া হয়।



 

১৯৯৪ সালে  বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন প্রবন্ধকার ওয়াকিল আহমদ



 

অমর্ত্য সেন দুর্ভিক্ষ ও দারিদ্র উপর গবেষণা করে নোবেল পুরস্কার পান


 

স্থপতিদের মধ্যে বাংলাদেশের  সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন ফজলুর রহমান খান


 

সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হিসেবে "স্বাধীনতা দিবস পুরস্কার" ১৯৭৭সাল হতে চালু হয়


 

বাংলা একাডেমি পুরস্কার ১৯৬০সাল থেকে প্রবর্তিত হয়




 

একুশে পদক ১৯৭৬সাল থেকে প্রবর্তিত হয়


 

জাতীয় চলচিত্র পুরস্কার প্রদান করা হয় ১৯৭৬সাল থেকে


 

একুশে পদক সর্বোচ্চ ১৫ জনকে প্রদান করা হয়


 

২০১১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষাক্ষেত্রে ‘স্বাধীনতা পুরস্কার’ লাভ করে




 

বাংলাদেশ তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সমাজিক উন্নয়নের স্বীকৃতি হিসেবে ‘উইটসা’ পদক পেলো মেক্সিকোর গুয়াদালাজারা শহরে তথ্য-প্রযুক্তি বিষয়ক বিশ্ব সম্মেলনে (ওয়ার্ল্ড কংগ্রেস অন আইসিটি) এই পুরস্কার গ্রহণ করেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পাবলিক সেক্টর এক্সিলেন্স ক্যাটাগরিতে ‘এক্সিলেন্স ইন আইসিটি’ শীর্ষক এই পুরস্কার গ্রহণ করেন প্রতিমন্ত্রী। 


 

২০১৪ সালে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার প্রাপ্তরাঃ কবিতায় শিহাব সরকার, সাহিত্যে জাকির তালুকদার, প্রবন্ধে শান্তনু কায়সার, গবেষণায় ভূঁইয়া ইকবাল, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন, ভ্রমণে মঈনুস সুলতান,  শিশুসাহিত্যে খালেক বিন জয়েনউদ্দীন। অনুবাদ, নাটক এবং বিজ্ঞান-প্রযুক্তি ও পরিবেশ বিভাগে এবার কাউকে পুরস্কার দেওয়া হয়নি। 


 

২০১৪ সালে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার প্রাপ্তরাঃ কবিতায় শিহাব সরকার, সাহিত্যে জাকির তালুকদার, প্রবন্ধে শান্তনু কায়সার, গবেষণায় ভূঁইয়া ইকবাল, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন, ভ্রমণে মঈনুস সুলতান,  শিশুসাহিত্যে খালেক বিন জয়েনউদ্দীন। অনুবাদ, নাটক এবং বিজ্ঞান-প্রযুক্তি ও পরিবেশ বিভাগে এবার কাউকে পুরস্কার দেওয়া হয়নি। 




 

1 organization is Bangladesh NAVY.





সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0