পুলিশের একটি সারিতে শাকিল বামদিক থেকে ২১ তম এবং ডান দিক থেকে ১৫ তম হলে ঐ সারিতে কত জন পুলিশ আছে?
A ৩৪ জন
B ২৫ জন
C ৩৬ জন
D ৩৫ জন
Solution
Correct Answer: Option D
শাকিলের বাম দিকে আছে = ২০ জন
শাকিলের ডান দিকে আছে = ১৪ জন
∴ ঐ সারিতে পুলিশের সংখ্যা = (২০ + ১ + ১৪) জন
= ৩৫ জন