একটি দেয়াল ঘড়িতে যখন ৮টা বাজে যদি মিনিটের কাঁটা উত্তর দিকে থাকে তাহলে ঘণ্টার কাঁটা কোন দিকে থাকবে?

A উত্তর - পশ্চিম

B উত্তর - পূর্ব

C দক্ষিণ - পূর্ব

D দক্ষিণ- পশ্চিম

Solution

Correct Answer: Option D




একটি দেয়াল ঘড়িতে যখন ৮টা বাজে যদি মিনিটের কাঁটা উত্তর দিকে থাকে তাহলে ঘণ্টার কাঁটা দক্ষিণ- পশ্চিম দিকে থাকবে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions