হাসিব পূর্ব দিকে A থেকে B পর্যন্ত 14 ফুট হেঁটেছে। তারপর সে ডান দিকে ঘুরে 3 ফুট হাঁটলো। আবার সে ডানদিকে ঘুরে 18 ফুট হাঁটল। সে A থেকে কত দূরে আছে?
A 10 ফুট
B 6 ফুট
C 8 ফুট
D 5 ফুট
Solution
Correct Answer: Option D
.png)
নির্ণেয় দূরত্ব AD = √{3
2 + (18 - 14)
2}
= √(9 + 16)
= √25
= 5 ফুট