who is called the Father of Metaphysical poet?
Solution
Correct Answer: Option B
- জন ডান (John Donne) (১৫৭২-১৬৩১) হলেন মেটাফিজিক্যাল কবিদের নেতা ও জনক।
- তিনি মূলত প্রেমের কবি হিসেবে পরিচিত হলেও, স্ত্রী এ্যানি ডানের মৃত্যুর পর তিনি বহু ধর্মীয় কবিতা লিখেছেন।
- তাঁর বিখ্যাত গ্রন্থ An Anatomy of the World, এবং তাঁর উল্লেখযোগ্য কবিতাগুলোর মধ্যে রয়েছে The Good Morrow, The Sun Rising, The Canonization, ও A Valediction: Forbidding Mourning।
- মেটাফিজিক্যাল কবিতার জনক হিসেবে জন ডানের অবদান বিশাল।
- মেটাফিজিক্যাল কবিতার মূল বৈশিষ্ট্য হলো গভীর ভাবধারা, দর্শন, যুক্তি ও অপ্রত্যাশিত উপমার সংমিশ্রণ।
- ডানের কবিতায় প্রেম, ধর্ম ও মানবজীবনের গভীর বিষয়গুলো দর্শনসমৃদ্ধভাবে প্রকাশ পেয়েছে।