আয়নায় WILDERNESS এর সঠিক প্রতিবিম্ব কোনটি?
Solution
Correct Answer: Option A
আয়নাতে কোন শব্দ দেখলে তা বাম পাশ থেকে ডান পাশে ঘুরে যায়, কিন্তু কখনো উপরে নিচে ঘুরবে না। এখানে অপশনগুলোর মধ্যে শুধুমাত্র (ক) তে প্রতিটি অক্ষর বাম পাশ থেকে ডান পাশে ঘুরে গেছে। (খ) তে S অক্ষরটি ঘুরে নি, (গ) তে L এর মাথা উপরে উঠেছে এবং (ঘ) তে L এর মাথা উপরে N টি সাধারণ N এর মতোই আছে, আবার S গুলোও একই আছে। এজন্য শুধুমাত্র (ক) ই সঠিক উত্তর।