Solution
Correct Answer: Option C
জিম্বাবুয়ে আফ্রিকা মহাদেশের একটি রাষ্ট্র। এর রাজধানী হারারে। ১৮০০-১৯৬৫ সাল পর্যন্ত ব্রিটিশ উপনিবেশ থাকা অবস্থায় দেশটি দক্ষিণ রোডেশিয়া নামে পরিচিত ছিল। ১৯৮০ সালে সংখ্যাগুরু কৃষ্ণাঙ্গ জনগণ দক্ষিণ রোডেশিয়ার নাম পরিবর্তন করে জিম্বাবুয়ে নামকরণ করে।
অন্যদিকে,
- জাম্বিয়ার পূর্বনাম উত্তর রোডেশিয়া এবং
- সায়গনের বর্তমান নাম হোচিমিন সিটি।
- আর গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বনাম জায়ারে।