একটি অনুষ্ঠানে একজন প্রতিযোগী একটি প্রশ্নের উত্তরে বলেছেন, "বাংলাদেশের স্বাধীনতা দিবস ১৬ ডিসেম্বর"। আপনি যদি একজন বিচারক হন, তাহলে আপনি তার উত্তরটিকে কীভাবে মূল্যায়ন করবেন?
A সঠিক উত্তর দেওয়ায় পূর্ণ নম্বর দেবেন।
B আংশিক সঠিক উত্তর দেওয়ায় অর্ধেক নম্বর দেবেন।
C উত্তরটিকে ভুল বলে দেবেন এবং প্রতিযোগীকে বাদ দেবেন।
D উত্তরটিকে ভুল বলে দেবেন, কিন্তু প্রতিযোগীকে পরবর্তী প্রশ্নে যাওয়ার সুযোগ দেবেন।
Solution
Correct Answer: Option D
- বাংলাদেশের স্বাধীনতা দিবস ১৬ ডিসেম্বর নয়, ২৬ মার্চ। ১৬ ডিসেম্বর আমদের বিজয় দিবস।
- ১০ এপ্রিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়েছিল, ১৭ এপ্রিল সেই সরকার (মুজিবনগর সরকার) শপথ গ্রহণ করেছিল। মার্চের ২৬ থেকে এপ্রিলের ১০ তারিখ এই পনেরো দিন দেশে সরকার না থাকলেও মুজিবনগর সরকারই ঐ পনেরো দিনও ছিল মর্মে বৈধতা দেওয়া হয়েছে।
- বাংলাদেশে মার্চের ২৬ তারিখ থেকেই স্বাধীন। মার্চের ২৬ তারিখ থেকেই এই ভূখণ্ডের নাম বাংলাদেশ।
সুতরাং সঠিক উত্তর (ঘ)