জনাব রিয়াদ পূর্বদিকে মুখ করে দাঁড়িয়ে ছিলেন। তিনি প্রথমে ডানদিকে ঘুরে আবার ডানদিকে ঘুরলেন। তারপর আবার একবার ডানদিক ও বামদিক ঘুরলেন। জনাব রিয়াদ এখন কোনদিকে মুখ করে আছেন ?
A দক্ষিণ
B পশ্চিম
C পূর্ব
D উত্তর
Solution
Correct Answer: Option B
পূর্ব দিকে মুখ রেখে শুরু এরপর প্রথমে 1R+1R =2R = reverse অর্থাৎ বিপরীত দিকে পশ্চিম দিকে যাচ্ছে।
এরপর 1R-1L = 0 (Same) তাহলে দেখা যাচ্ছে পশ্চিম দিকেই যাচ্ছে।