৪১ জন ছাত্রছাত্রীর ক্লাসে উপর দিক থেকে রিপন ও রিফাতের অবস্থান যথাক্রমে ৫ম ও ৯ম। নিচের দিক থেকে তাদের অবস্থান যথাক্রমে কত?
A ৩৬ তম এবং ৩২ তম
B ৩৮ তম এবং ৩৩ তম
C ৩৭ তম এবং ৩২ তম
D ৩৭ তম এবং ৩৩ তম
Solution
Correct Answer: Option D
ক্লাসে রিপনের পিছনে অবস্থান = (৪১ - ৫) = ৩৬ জনের
অর্থাৎ শেষের দিক থেকে রিপনের অবস্থান = (৩৬ + ১) = ৩৭ তম
আবার,
ক্লাসে রিফাতের পিছনে অবস্থান = (৪১ - ৯) = ৩২ জনের
অর্থাৎ শেষের দিক থেকে রিফাতের অবস্থান = (৩২ + ১) = ৩৩ তম
∴ নিচের দিক থেকে তাদের অবস্থান যথাক্রমে ৩৭ তম এবং ৩৩ তম।