It is impossible to mix -
A milk and water
B idleness with suffering
C education with progress
D oil and water
Solution
Correct Answer: Option D
পানি আর তেল না মেশার মূল কারণ হচ্ছে পানির পোলারিটি। তেল আর পানি মেশানোর চেষ্টা করলে আরও একটা জিনিস খেয়াল করবে। তেল সবসময়ই পানিতে ভেসে থাকবে। এর কারণ হচ্ছে তেলের ঘনত্ব পানির চেয়ে কম। আর ঘনত্ব কম হওয়ার কারণেই তেল পানিতে ভেসে থাকে।