ক খ-এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ, গ-এর মা, চ, ঘ-এর পুত্র। চ-এর সাথে ক-এর সম্পর্ক কি?
A চ এর খালু ক
B চ এর কাকা ক
C ক এর মামা চ
D ক এর নানা চ
Solution
Correct Answer: Option C
ঘ-এর পুত্র চ।
খ ও গ হলো পরস্পর বোন এবং ক হচ্ছে খ-এর পুত্র।
সুতরাং, ক-এর নানী ঘ। নানীর ছেলে স্বভাবতই মামা।
∴ চ, ক-এর মামা।