আপনি বিকেলে রাস্তায় হাঁটছেন। এমন সময় হঠাৎ এক বৃদ্ধ লোক আপনার সম্মুখে এসে জ্ঞান হারাল। তখন আপনি কী করবেন?
A বৃদ্ধ লোকটিকে পাশ কাটিয়ে চলে যাবেন।
B তাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাবেন।
C বৃদ্ধ লোকটির ঠিকানা জানার চেষ্টা করে বাসায় দিয়ে আসবেন।
D আপনার বাসায় নিয়ে যাবেন।