ব্যাচ প্রসেসিং মূলত কোন প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয়েছিল?
A প্রথম প্রজন্মের
B দ্বিতীয় প্রজন্মের
C তৃতীয় প্রজন্মের
D চতুর্থ প্রজন্মের
Solution
Correct Answer: Option A
প্রথম প্রজন্মের কম্পিউটারে মূলত ব্যাচ প্রসেসিং পদ্ধতি ব্যবহার করা হতো। এই পদ্ধতিতে একই ধরনের একাধিক কাজ একসাথে গ্রুপ করে কম্পিউটারকে দেয়া হতো। কম্পিউটার একটি একটি করে সেগুলো কাজ সম্পন্ন করতো এবং ফলাফল প্রদান করতো। এই পদ্ধতি ব্যবহার করা হতো কারণ প্রথম প্রজন্মের কম্পিউটারের প্রসেসিং গতি ও মেমরি ক্ষমতা খুব কম ছিল।
এই প্রজম্মে ইনপুট ও আউটপুট ডিভাইস হিসেবে ব্যাবহার হতঃ
পাঞ্চড কার্ড: তথ্য ইনপুট দেয়ার প্রধান উপায় ছিল পাঞ্চড কার্ড। এই কার্ডগুলোতে নির্দিষ্ট অবস্থানে (পাঞ্চ) ছিদ্র করে তথ্য সংরক্ষণ করা হতো। কম্পিউটার এই ছিদ্রগুলো পড়ে তথ্য গ্রহণ করতো।
কাগজের টেপ: কিছু ক্ষেত্রে তথ্য ইনপুট ও আউটপুট দেয়ার জন্য কাগজের টেপ ব্যবহার করা হতো। এই টেপগুলোতে রাসায়নিকভাবে বা ছিদ্র করে তথ্য লেখা ও পড়া হতো।
চৌম্বক টেপ: পরবর্তীতে তথ্য সংরক্ষণ ও উদ্ধারের জন্য চৌম্বক টেপ ব্যবহার করা শুরু হয়। এই টেপগুলো চৌম্বক পদার্থ দিয়ে লেপটে তৈরি করা হতো এবং তাদের উপর ডেটা চৌম্বকভাবে লেখা ও পড়া হতো।