বাংলা লোকসাহিত্য সংশ্লিষ্ট ‘আলকাপ’ হলো এক প্রকার?
Solution
Correct Answer: Option B
আলকাপ হল দলীয় ও মিশ্র প্রকৃতির সংগীত প্রদর্শন ,যা পালাগানের একটি শাখা । এতে নাচ ,গান,কথা,ছড়া ,অভিনয় ইতাদির মিশ্রণ আছে।সাধারণত দশ -বারোজন শিল্পী নিয়ে আলকাপের দল গঠিত ।দলের প্রধানকে বলা হয় সরকার বা ওস্তাদ বা মাস্টার। অবিভক্ত বঙ্গদেশের মুর্শিদাবাদ অঞ্চলের মুসলমান সম্প্রদায়ের নিজস্ব লোকসংগীত। মুর্শিদাবাদ ছাড়াও বীরভূম, মালদহ, বর্তমান বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলা ও বৃহত্তর রাজশাহীর বিভিন্ন অঞ্চলে এই গান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই গান পালা গান এরই একটি অঙ্গ।