এক ব্যক্তি ও তার স্ত্রীর ৭ ছেলে আছে আর প্রত্যেক ছেলের ১ জন করে বোন আছে। এ পরিবারের সদস্যসংখ্যা কত?

A

B ১০

C ১২

D ১৬

Solution

Correct Answer: Option B

ঐ ব্যক্তি, তাঁর স্ত্রী এবং তাদের ৭ ছেলে মিলে সদস্য হয় ৯ জন।
যেহেতু, ৭ ছেলেরই একজন করে বোন আছে তাহলে তাদের ৭ ভাইয়ের বোন আছে ১ জন।
∴ পরিবারের মোট সদস্য হবে ১০জন। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions