সকাল ৯ঃ৩০ মিনিটে ঘড়ির কাঁটা ও ঘণ্টার কাঁটার অন্তর্গত কোণকে ডিগ্রিতে প্রকাশ করলে কত ডিগ্রি হবে?

A ৫৫ ডিগ্রি

B ৭৫ ডিগ্রি

C ১০৫ ডিগ্রি

D ১১৫ ডিগ্রি

Solution

Correct Answer: Option C

ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্রটি হল:
কোণ = (60H - 11M)/2
যেখানে:
H = ঘণ্টা
M = মিনিট

সুতরাং, 9 ঘণ্টা 30 মিনিটে ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ হবে:

কোণ = (60×9 - 11×30)/2
= (540 - 330)/2
= 210/2
= 105 ডিগ্রি

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions