ঘড়িতে যখন ৭ টা বাজে তখন ঘণ্টা ও মিনিটের কাঁটা দুটির মধ্যবর্তী কোণ কত ডিগ্রি?

A ৯০ ডিগ্রি

B ১৩৫ ডিগ্রি

C ১৫০ ডিগ্রি

D ২১০ ডিগ্রি

Solution

Correct Answer: Option C

ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয়ের জন্য যে সূত্রটি ব্যবহার করা হয়, তাতে ঘণ্টার কাঁটার ঘূর্ণনকে 30 ডিগ্রি/ঘণ্টা হিসেবে ধরা হয়। সুতরাং, 7 ঘণ্টায় ঘণ্টা কাঁটা 7×30 = 210 ডিগ্রি ঘোরে।

সম্পুর্ণ ঘড়ির কোণ = ৩৬০ ডিগ্রি 
তাহলে, ৩৬০ - ২১০ = ১৫০ ডিগ্রি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions