Solution
Correct Answer: Option A
হাস্যরসের মধ্যে দিয়ে একই শব্দের ভিন্নার্থে ব্যবহারকেই pun বলে। অর্থাৎ play on words বা শব্দ নীয়ে কৌতুক করা বা খেলাকে pun বলা হয় ।
Simile হল -দুটি ভিন্ন জিনিসের মধ্যে তুলনা এবং এতে সর্বদাই as/like উল্লেখ থাকে ।
Metaphor হল দুটি ভিন্ন জাতীয় জিনিসের মধ্যে তুলনা এবং এতে as/like উল্লেখ থাকে না ।
Haiku হল ৩ লাইনের জাপানি কবিতা