Loading [MathJax]/jax/output/HTML-CSS/fonts/TeX/fontdata.js
 
IC চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার কোনটি?

A PDP-I

B Mark-I

C Intel 4004

D IBM System/360

Solution

Correct Answer: Option D

• তৃতীয় প্ৰজন্ম (Third Generation):
- তৃতীয় প্রজন্মের ব্যাপ্তিকাল ১৯৬৫ হতে ১৯৭০ সাল পর্যন্ত।
- ১৯৫৮ সালে রবার্ট নইসি (Robert Noyce) এবং জ্যাক কিলবি (Jack Kilby) IC (Integrated Circuit) আবিষ্কার করে ইলেকট্রনিক জগতে যুগান্তকারী পরিবর্তনের সূচনা করেন।
- মাইক্রোইলেকট্রনিকসের অগ্রযাত্রা মূলত তখন থেকে শুরু হয়।
- একটি মাত্র IC-তে অনেকগুলো ট্রানজিস্টর, রেজিস্টার, ক্যাপাসিটর এবং অন্যান্য উপকরণ মিশিয়ে একটি ক্ষুদ্র সিলিকন পাতের ওপর স্থাপন করা থাকে। তৃতীয় প্রজন্মের কম্পিউটারগুলো IC ব্যবহার করে তৈরি করা হয়েছিল।
- এ প্রজন্মে কম্পিউটারে একটি গাণিতিক প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ৫ ন্যানো সেকেন্ড সময় লাগত।
- IBM System/360 IC চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার।
- IBM 360, 370, PDP 8, PDP II ইত্যাদি তৃতীয় প্রজন্মের কম্পিউটার।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions