The country, not included as a member of The New Development Bank established by BRICS countries is-
Solution
Correct Answer: Option B
- BRICS হল উদীয়মান অর্থনৈতিক পরাশক্তিদের একটি জোট ।এটি ২০০৮ সালে BRIC নামে প্রতিষ্ঠা লাভ করে এবং ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা যোগদান করার পর এর নামকরণ করা হয় BRICS .
- এর বর্তমান সদস্য ১১ (ব্রাজিল,রাশিয়া,ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিসর, ইথিওপিয়া, ইরান, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব)
- ১৫তম সম্মেলন জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা -এ আরো নতুন ৬ দেশকে অনুমোদন দেয়।
- BRICS এর উদ্যোগে ২০১৪ সালে New Development Bank প্রতিষ্ঠায় চুক্তি স্বাক্ষরিত হয় এবং ২১ জুলাই ,২০১৫ সালে NDB এর পরিচালনা পর্ষদ BRICS জোটের বাহিরে বাংলাদেশ ,সংযুক্ত আরব আমিরাত এবং উরুগুয়েকে নতুন সদস্য হিসেবে অনুমোদন দেয় .
- ১৬ সেপ্টেম্বর ,২০২১ সালে বাংলাদেশ এ ব্যাংকে সদস্য হিসেবে যোগদান করে