Dutch-Bangla Bank Ltd. - PO (IBA, DU) (15.11.2019) - 2019 (40 টি প্রশ্ন )
WTO, ILO এবং ITU এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত । উল্লেখ্য, World Bank এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি.সিতে অবস্থিত ।
MS word প্রোগ্রামে Section break অপশন ব্যবহার করে কোনো ডকুমেন্টের পৃষ্ঠাকে বিভিন্ন সেকশনে বিভক্ত করা ( Split ) যায় এবং বিভিন্ন সেকশনকে সুবিধাজনকভাবে বিভিন্ন ফরমেট বা লেআউটে সাজানো যায় ।
১৯ মে ২০১২ সালে মাউন্ট এভারেস্ট জয় করেন প্রথম বাংলাদেশী নারী নিশাত মজুমদার । ২৬ মে ২০১২ সালে দ্বিতীয় বাংলাদেশী নারী হিসেবে এভারেস্ট জয় করেন ওয়াসফিয়া নাজরীন । আর ২৩ মে ২০১০ সালে মাউন্ট এভারেস্ট জয় করেন প্রথম বাংলাদেশী নাগরিক মুসা ইব্রাহিম ।
কাতার পারস্য উপসাগরের একটি দেশ । এর রাজধানী হলো দোহা । দেশটিতে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের বড় মজুদ আছে । কাতারের রাজনীতি একটি পরম রাজতন্ত্র কাঠামো সংঘঠিত হয় । কাতারের বর্তমান ( ৬ষ্ঠ ) প্রধানমন্ত্রী হলো খালিদ বিন খলিফা বিন আবদুল আজিজ আল থানি । কাতার বিশ্বের অন্যতম সর্বোচ্চ মাথাপিছু আয়ের রাষ্ট্র ।
চীনের সাথে ১৪টি দেশের সীমান্ত রয়েছেঃ ভারত, আফগানিস্তান, ভুটান, নেপাল, পাকিস্তান, মিয়ানমার, কাজাখস্তান, উত্তর কোরিয়া, লাওস, কিরগিজস্তান, মঙ্গোলিয়া রাশিয়া, ভিয়েতনাম এবং তাজিকিস্তান ।

আন্তর্জাতিক ঋণমান সংস্থা Standard & Poor's বা S & P এর ক্রেডিট রেটিংয়ে বাংলাদেশের রেটিং হলো BB- .
বর্তমানে বাংলাদেশে স্থলবন্দরের সংখ্যা মোট ২৪টি । এর মধ্যে অপশনে উল্লিখিত কুড়িগ্রাম 'সোনাহাট স্থলবন্দর' , লালমনিরহাটে 'বুড়িমারি স্থলবন্দর' , চাঁপাইনবাবগঞ্জ 'সোনা মসজিদ স্থলবন্দর' অবস্থিত এবং রংপুরে কোন স্থলবন্দর নেই । সর্বশেষ ২৪তম স্থলবন্দর ভোলাগঞ্জ, সিলেট ।

Passage :

Answer each question based on the following information.

A house inspection company must inspect each of seven houses - F,G,H,J,K,L and M. The company will use two inspectors, each of whom will be assigned a group of houses to inspect. The houses will be divided into two groups-group 1 and group 2 containing at least three houses each, according to following conditions. 

• No houses can be in both groups. 
• If H is in group 1, L must be in group 1. 
• F must be in the same group as M . 
• If H is in group 1, in L will be in group 1. 
• If is in group 2, G must be in group 1. 

প্রশ্নে বলা হচ্ছে, একটি Houses Inspection Company F,G,H,J,K,L এবং M নামের সাতটি বাড়ি পরিদর্শন করবে । কোম্পানিটি  ২ জন পরিদর্শক ব্যবহার করবে যাদের প্রত্যেকে একটি করে গ্রুপ বাড়ি পরিদর্শক করবে । বাড়িগুলোকে Group 1 এবং Group 2 এ নিচের শর্তানুযায়ী ভাগ করা যায়ঃ 

শর্তসমূহঃ 
• প্রত্যেক গ্রুপে কমপক্ষে ৩টি বাড়ি থাকবে । 
• কোনো বাড়ি উত্তর গ্রুপে থাকতে পারবে না । 
• F এবং M একই গ্রুপে থাকবে । 
• H যদি Group 1 এ থাকে তবে L অবশ্যই Group 2 এ থাকবে । 
• J যদি Group 2 এ থাকে তবে G অবশ্যই Group 1 এ থাকবে । 

বাকি দুই বাড়ির সাথে F যদি Group 2 এ থাকে, তবে নিচের কোনটি অবশ্যই Group 1 এ থাকবে ? 

শর্ত, অপশন c) অনুযায়ী Group 2 তে অবশ্যই M থাকবে । বাকি থাকে L. Group 2 তে থাকে, H ও Group 2 তে থাকবে । কিন্তু তখন Group 2 তে থাকতে পারবে একটি বাড়ি; অর্থাৎ L অবশ্যই Group 2 তে থাকবে না । তার মানে L অবশ্যই Group 1 এ থাকবে । 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
G এবং L যদি Group 2 এ থাকে, তবে নিচের কোন দুটি Group 1 এ থাকবে ? 

শর্ত, অপশন d) কে অন্যভাবে বলা যায়, ২ যদি Group 2 তে থাকে, H অবশ্যই Group 2 তে থাকবে । 

শর্ত, অপশন e)  কে অন্যভাবে বলা যায়, G যদি Group 2 তে থাকে, J অবশ্যই Group 1 এ থাকবে । অর্থাৎ Group 1 এ অবশ্যই J থাকবে । এজন্য অপশন a) , b) এবং d) বাদ । আবার c) ও বাদ যাবে । তাই সঠিক উত্তর হবে অপশন e) . 
নিচের কোনটি সত্য হতে পারে না ? 

Group 1 = a) G,J,K,L 
               b) G,J,K,L 
               c) L,M,F,J 
               d) F,K,L,M 
               e) G,J,L 

Group 2 = a) F,H,M হতে পারে   
               b) F,H,M হতে পারে 
               c) H,G,K হতে পারে
               d) G,J,J ( শর্ত e ) ভঙ্গ করে তাই হতে পারে না 
               e) F,K,H,M হতে পারে । 
প্রশ্নে বলা হচ্ছে, M একজন মেয়ে যার সমান সংখ্যক ভাই এবং বোন আছে । আবার N একজন বালক যার ভাইয়ের সং্যার চেয়ে বোনের সং্যা দ্বিগুণ । M এবং N যদি Q এর সন্তান হয় তবে Q এর সন্তান সংখ্যা কত হতে পারে ? 

M ( Girl ) = 1 brother and 1 sister 

N ( Boy ) = 1 brother and 2 sister 

অর্থাৎ M ছাড়াও আরো একজন মেয়ে আছে । অর্থাৎ Q এর মেয়ে আছে ২ জন । আর M এর ভাই ১ জন অর্থাৎ N হলো একা । সুতরাং মোট সন্তান সংখ্যা 3 জন । 
আয়নায় দেখতে দেখা যায় যে, একটি ঘড়িতে ৩ টা ১৫ মিনিট বাজে । প্রকৃত পক্ষে ঘড়িটি কত সময় দিচ্ছে ?

Passage :

Answer each question based on the following information.

Bonhi has six books to place on an empty bookshelf with three shelves. The six books are fiction books X, Y, and Z and Non-fiction, books P, Q, and R. The three shelves of the bookshelf are marked 1 to 3 from top to bottom. Any of the shelves can remain empty. The placement of books must conform to the following conditions: 

• P and R cannot be on the same shelf 
• X must be on the shelf immediately above the shelf that R is on. 
• No single shelf can hold all three fiction books. 
• O cannot be on shelf 2. 

বাক্যের অর্থঃ বহ্নির 3 তাকের একটি বুকসেলফে 6টি বই সাজাতে হবে । বইগুলোর মধ্যে 3টি ফিকশন X, Y এবং Z. আর 3 টি নন-ফিকশন বই P,Q এবং R. তাক 3 টি উপর থেকে নিচে 1 থেকে 3 মার্ক করা । য্ব কোন একটি তাক খালি থাকতে পারে । বইগুলোর Placement নিচের শর্তগুলোকে নিশ্চিত করবেঃ   

• P এবং R একই তাকে থাকবে না । 
• X অবশ্যই R এর ঠিক উপরের তাকে থাকবে । 
• কোন একক তাকে 3 টি ফিকশন বই একসাথে থাকবে না । 
• Q, 2 নং তাকে থাকতে পারবে না । 

3 নং তাকে Non-fiction বই থাকলে ঐ একই থাকে কোন প্রকার শর্ত না ভেঙ্গে Q এবং P থাকতে পারে ।
যদি Y এবং Z, ২নং তাকে থাকে তবে নিচের কোনটি অবশ্যই সত্য ? 

যেহেতু X অবশ্যই R এর ঠিক উপরে থাকবে এক্ষেত্রে R এর অবস্থান 2 বা 3 নং  এ বসবে যা তৃতীয় শর্তকে ভঙ্গ করবে । সুতরাং R এর অবস্থান হবে 2 নং তাকে । 
P যদি 2 নং তাকে থাকে তাহলে শর্ত না ভেঙ্গে X 2নং তাকে থাকতে পারে ।
প্রশ্নে বলা হচ্ছে, বৃত্তে অর্ন্তলিখিত একটি বর্গের একবাহুর দৈর্ঘ্য 2 একক হলে বৃত্তের ক্ষেত্রফল কত ? 
প্রশ্নানুসারে প্রথমে চিত্র আঁকুনঃ  
এখানে ত্রিভুজ ABC একটি সমকোণী ত্রিভুজ । 
∴পিথাগোরাসের সূত্র অনুসারে, 

AB2 + AD2 = BD2 

=> 22 + 22 = BD2 

=> BD2 = 8 

∴ BD = 2√2 

∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2 = π ( 2√2/2 )2 = 2π
প্রশ্নে বলা হচ্ছে,  শতকরা কতগুলো সংখ্যার একক স্থানীয় অঙ্কে 0 বা 5 আছে ? 

1 থেকে 80 পর্যন্ত 5 unitary digit এমন সংখ্যা ( 5, 15, 25, 35, 45, 55, 65, 75 ) অর্থাৎ মোট 8 টি এবং 0 unitary digit এমন সংখ্যা ( 10, 20, 30, 40, 50, 60, 70, 80 ) অর্থাৎ মোট 8 টি 

∴ মোট সংখ্যা =  8+8 = 16 টি 

∴ percentage = 16×100/80 = 20%
প্রশ্নে বলা হচ্ছে, w , x এর চেয়ে 10% কম এবং y, z এর চেয়ে 30% কম হলে wy, xz এর কম শতাংশ ?

ধরি, x = 100          ∴ w = 90 

আবার ধরি, z = 100     ∴ y = 70 

∴ zx = 10, 000    ∴ wy = 6,300 

∴ মোট কম হবে = 3, 700 [ বিয়োগ করে পাই ] 

∴ শতকরা কম হবে = 3700×100/10000 = 37% 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
প্রশ্নে বলা হচ্ছে, হাশেম রাশেদের চেয়ে ১০ বছরের ছোট । হাশেমের চেয়ে রাশেদের বয়স দ্বিগুণ হলে হাশেমের চেয়ে সে ৪০ বছরের বড় হতো । রাশেদের বর্তমান বয়স কত ? 

ধরি, রাশেদের বর্তমান বয়স x বছর 
তখন হাশেমের বর্তমান বয়স ছিল ( x - 10 ) বছর 

প্রশ্নমতে, 2x = ( x - 10 ) + 40 

=> 2x - x = 40 -10 

∴ x = 30 
প্রশ্নে বলা হচ্ছে, একটি শ্রেণির সকল ছাত্রকে ৮ কিংবা ১২টি গ্রুপে ভাগ করলে প্রত্যেক গ্রুপে সম সংখ্যক ছাত্র থাকে । ক্লাসের সর্বনিম্ন ছাত্র সং্যা কত হতে পারে ? 

এখানে, 8 ও 12 এর ল.সা.গু. 

=> 2 ÷ 8 = 4 ÷ 2 = 2 
=> 2 ÷ 12 = 6 ÷ 2 = 3 

নির্ণেয় ছাত্রসংখ্যা = 2 × 2 × 2 × 3 = 24 জন 
প্রশ্নে বলা হচ্ছে, যখন কোন পজিটিভ পূর্ণ সংখ্যা x , 5 দ্বারা ভাগ করা হয় তখন ভাগশেষ থাকে 1. যখন x কে 8 দ্বারা ভাগ করা হয় ভাগশেষ থাকে 4. পজিটিভ সংখ্যা y এর সর্বনিম্ন মান কত হতে পারে যেখানে ( x + y ) 40 দ্বারা বিভাজ্য হয় ? 

5 দ্বারা ভাগ করলে যেহেতু ভাগশেষ 1 থাকে সুতরাং x এর সম্ভাব্য মান 6, 11, 16, 21, 26, 31, 36, 41 . 
এবং 8 দ্বারা ভাগ করলে যেহেতু ভাগশেষ 4 থাকে সুতরাং x এর সম্ভাব্য মান 12, 20, 28, 36, 44 . 
এখানে, 36 দুটো শর্তই পূরণ করে । 

∴ x = 36 
∴ y এর সর্বনিম্ন মান হবে 4 যার ফলে ( x + y ) = 36 + 4 = 40 যা 5 দ্বারা বিভাজ্য হবে । 
প্রশ্নে বলা হচ্ছে ১,২০০ টাকা দুটো ব্যাংক একাউন্টে রাখা হলো । কিন্তু টাকা ৫% হারে ও বাকি টাকা ৭% হারে জমা রেখে ৭২ টাকা পাওয়া গেলে ৫% হারে কত টাকা জমা হয়েছিল ? 

ধরি, 5% টাকা হারে রাখা হয়েছিলো x টাকা 

∴ 7% টাকা হারে রাখা হয়েছিলো ( 1200 - x ) টাকা 

প্রশ্নমতে,  ( x × .05 × 1 ) + [ ( 1200 - x ) × .07 × 1 ] 

            = 72 

=> .05x + 84 - .04x = 72 

∴ x = 600 টাকা 
প্রশ্নে বলা হচ্ছে, 'm' , 'n' এবং 'o' তিনটি পূর্ণ সংখ্য । 'm' হলো 'n' এর গুণিতক এবং 'o'  হলো 'm'  এর গুণনীয়ক । নিচে কোনটি পূর্ণ সংখ্যা হতে পারে না ? 

ধরি, n = 2; m=6 এবং o = 3 

এখন, অপশন  d) তে (n + o) /m = 2+3/6 = 5/6 যা integer নয় । 
প্রশ্নে বলা হচ্ছে, 1 ফুট × 2 ফুট মাপের 40টি টাইলস দিয়ে মেঝে টাইলস করা যায় । ঐ মেঝেটি 2 ফুট × 4 ফুট মাপের টাইলস দিয়ে টাইলস করলে কয়টি টাইলস লাগবে ? 

1টি টাইলসের ক্ষেত্রফল = 1 × 2 = 2 বর্গফুট 

∴ 40টি টাইলসের ক্ষেত্রফল = 40 × 2 = 80 বর্গফুট 

∴  নতুন ক্ষেত্রফল = 2 × 4 = 4 বর্গফুট 

∴  নির্ণেয় টাইলস সংখ্যা = 80/8 = 10 টি 
প্রশ্নে বলা হচ্ছে, 2 থেকে 20 পর্যন্ত সকল সংখ্যার গুণফল A. 2x সংখ্যাটি A এর গুণনীয়ক হলে x এর সর্বোচ্চ মান কত ? 
2 দ্বারা বিভাজ্য A এর সকল সংখ্যাগুলি  20, 18, 16, 14, 12, 10, 8, 6, 4 এবং 2 . 

এখানে, 2 আছে 1 বার করে 2,6,10,14,18 তে।

2 আছে 2 বার করে 4,12,20 তে ।

2 আছে 3 বার করে 8 এর ভিতর । 

2 আছে 4 বার করে 16 এর ভিতর । 

অতএব, 2 সর্বমোট আছে 

=  5 + (2×3) + (3×1) + (4×1) 

= 5 + 6 + 3 + 4 

= 18টি 

∴ x এর সর্বোচ্চ মান 18 হতে পারে । 
x এর মান 2 থেকে কমিয়ে -2 করলে নিচের কোনটির মান বৃদ্ধি পাবে ? 

x এর মান 2 থেকে কমিয়ে -2 করায় প্রথমে x = 2 এবং পরে x = -2 বসিয়ে আমরা অপশনগুলো পরীক্ষা করিঃ 

=> অপশন a) এর x=2 হলে 2+x = 2 +2 =4 
x = -2 হলে 2-2 = 0
অপশন a) না বেড়ে কমেছে, তাই এই অপশনটি বাদ   । 

=> অপশন b) এর x = 2 হলে 5 - x2 = 5 - (2)2 = 5 - 4 =1 
x = -2 হলে  5 - ( -2 )2 = 5 - 4 = 1 
অপশন b) অপরিবর্তিত রয়েছে, তাই এই অপশনটিও বাদ । 

=> অপশন c) x = 2 হলে 1+1/2 = 1.5 
x = -2 হলে 1 + (1/-2)= 1 - 1/2 = 1/2 = 0.5 
অপশন c) না বেড়ে কমেছে, তাই এই অপশনটিও বাদ ।  

=> অপশন d) এর x = 2 হলে 1/x-3 = 1/2-3 = 1/(-1)= -1 
x = -2 হলে 1 / x-3 = 1/(-2-3) =1/(-5) =-0.2 
স্পষ্ঠতই -1 অপেক্ষা -0.2 বড় । তাই এটিই সঠিক উত্তর ।  
প্রশ্ন বলা হচ্ছে, বাঁধনের কাছে 60 কেজি 18% চিনির মিশ্রণ আছে । মিশ্রণে 40% চিনি করতে কত কেজি চিনি মেশাতে হবে ? 

মিশ্রণে চিনি আছে = 60×80/100=10.8কেজি 

∴ পানি আছে = 600-10.8=49.2 কেজি 

প্রশ্নমতে, 10.8+x/49.2 = 40/60 

=> 10.8+x/49.2 = 2/3 

=> 32.4 + 3x = 98.4 

=> 3x = 98.4 - 32.4 = 66 

∴ x = 66/3 = 22 
বাক্যের Subject হলো A list যা Singular. তাই এর সাথে সংশ্লিষ্ট Verb টিও Singular হবে । এজন্য 'are' না বসিয়ে 'is' বসাতে হবে । 
বাক্যের অর্থঃ ভালো মানের উপাদান ও রান্না সম্পর্কিত একগুচ্ছ বই টেবিলে রয়েছে ।  

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
বাক্য Would rather একটি Phrase যা একসাথে বসে । Would rather এরপর Verb এর Base form ব্যবহৃত হয় । যেমনঃ I would rather stay at home than go to a movie. তাই উপরিউক্ত বাক্যে Would এরপর Rather বসাতে হবে । এর বাংলা অর্থ বরং । 
বাক্যের অর্থঃ আমি কোমল পানীয় এর চেয়ে বরং পানিই পান করব । 
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0