পিতা ও দুই সন্তানের বয়সের গড় ৩৫ বছর। দুই সন্তানের বয়সের গড় ২৫ বছর হলে পিতার বয়স কত?

A ৬০ বছর

B ৪৫ বছর

C ৫৫ বছর

D ৫০ বছর

Solution

Correct Answer: Option C

পিতা ও দুই সন্তানের বয়সের গড় ৩৫ বছর
পিতা ও দুই সন্তানের মোট বয়স =(৩৫ × ৩) বছর
                                              = ১০৫ বছর

 দুই সন্তানের বয়সের গড় ২৫ বছর
দুই সন্তানের মোট বয়স (২৫ × ২) বছর
                                  = ৫০ বছর

পিতার বয়স = (১০৫ - ৫০) বছর
                    = ৫৫ বছর

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions