একসারি ছেলের মধ্যে একদিক থেকে মোহনের অবস্থান নবম এবং অপরদিক থেকে চতুর্দশ। সারিতে ছেলের সংখ্যা কত?
Solution
Correct Answer: Option A
বামদিক থেকে মোহনের অবস্থান নবম
মোহনের বামে আছে ৮ জন।
ডানদিক থেকে মোহনের অবস্থান চতুর্দশ
মোহনের ডানে আছে ১৩ জন।
সারিতে ছেলের সংখ্যা = (৮ + ১ + ১৩)
= ২২ জন