দুজন লোক একই জায়গা থেকে যাত্রা শুরু করে বিপরীত দিকে ৪ মিটার হেঁটে গেল। তারপর বামদিকে ঘুরে আরো ৩ মিটার গেল। তাদের দুজনের মধ্যে দুরুত্ব কত?
A ১০ মিটার
B ৭ মিটার
C ৮ মিটার
D ৯ মিটার
Solution
Correct Answer: Option A
যাত্রা স্থান থেকে যেকোন এক লোকের দূরত্ব = √(৪২+৩২) = ৫ মিটার
∴ মোট দূরত্ব = ৫ + ৫ = ১০ মিটার।