নিচের কোনটি জহির রায়হানের রচনা ? 

A  সংশপ্তক 

B  বিধ্বস্ত নীলিমা 

C  খোয়াবনামা 

D  আরেক ফাল্গুন 

Solution

Correct Answer: Option D

• জহির রায়হানের আসল নাম মোহাম্মদ জহিরুল্লাহ । একজন ছোটগল্পকার, ঔপন্যাসিক ও চলচ্চিত্রকার হিসেবে জহির রায়হান খ্যাতি অর্জন করেন ।

• তার পরিচালিত চলচ্চিত্রঃ
- সোনার কাজল,
- কাঁচের দেয়ার,
- বাহানা,
- বেহুলা,
- আনোয়ারা,
- সঙ্গম,
- জীবন থেকে নেয়া ।

• তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- ‘শেষ বিকেলের মেয়ে’ (১৯৬০),
- 'তৃষ্ণা' (১৯৬২),
- ‘হাজার বছর ধরে' (১৯৬৪),
- ‘কয়েকটি মৃত্যু (১৯৬৫)।
- ‘আরেক ফাল্গুন' (১৯৬৮), 
- ‘বরফ গলা নদী’ (১৯৬৯)
- ‘আর কত দিন’ (১৯৭০),
- ‘একুশে ফেব্রুয়ারি’ (১৯৯২)। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions