একজন দোকানদার ৫০টি কলম বিক্রি করে যে লাভ করে তা ২৫ টি কলমের ক্রয় মূল্যের সমান । তার শতকরা কত টাকা লাভ হয়?
Correct Answer: Option B
ধরি, ২৫টি কলমের ক্রয়মূল্য = ৫০টি কলমের লাভ = x টাকা
২৫টি কলমের ক্রয়মূল্য = x টাকা
৫০টি কলমের ক্রয়মূল্য = x × 50/25
= 2x টাকা
আবার,
২x টাকায় লাভ হয় = x টাকা
১০০টি কলমের ক্রয়মূল্য = (x × 100)/2x
= ৫০%
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions