৪ জন পুরুষ অথবা ৫ জন মহিলা একটি কাজ ৩০ দিনে শেষ করতে পারে, যদি ২ জন পুরুষ এবং ১০ জন মহিলা এক সাথে কাজ করে তবে ঐ কাজ কতদিনে শেষ হবে ?

A  ১০ 

B  ১২ 

C  ১৫ 

D  কোনোটিই নয় 

Solution

Correct Answer: Option B

  ৫ জন মহিলা = ৪ জন পুরুষ 

  ১ জন মহিলা = ৪/৫ জন পুরুষ 

 ১০ জন মহিলা = ৪ \( \times \) ১০/৫ = ৮ জন পুরুষ  

  ২ জন পুরুষ এবং ১০ জন মহিলা = ২ + ৮

                                          = ১০ জন পুরুষ 

 ৪ জন পুরুষ ১টি কাজ করতে পারে = ৩০ দিনে 

 ১ জন পুরুষ ১টি কাজ করতে পারে = ৪ \( \times \) ৩০ দিনে 

 ১০ জন পুরুষ ১টি কাজ করতে পারে = ৪ \( \times \) ৩০/১০ 

                                               = ১২ দিনে 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions