ক : চ : : ত : ?

A

B

C

D

Solution

Correct Answer: Option A

- বাংলায় বর্গীয় ধ্বনি ২৫টি । ক থেকে ম পর্যন্ত পঁচিশটি স্পর্শধ্বনিকে উচ্চারণের দিক থেকে পাঁচটি গুচ্ছে বা বর্গে ভাগ করা হয়েছে । প্রতি গুচ্ছের প্রথম ধ্বনিটির নামানুসারে সে গুচ্ছের সবগুলো ধ্বনিকে বলা হয় ঐ বর্গীয় ধ্বনি ।

- ক বর্গের পর চ বর্গ
- তেমনিভাবে, ত বর্গের পরে আসে প বর্গ

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions