ZA5 , Y4 B, XC6 , W3 D, ________
Correct Answer: Option D
Solution:
|
১ম পদ |
২য় পদ |
৩য় পদ |
৪র্থ পদ |
৫ম পদ |
|
|
১ম বর্ণ |
Z | Y | X | W | V |
|
২য় বর্ণ |
A | B | C | D | E |
এখন পুরো সিরিজটিকে নিচের মতো জোড় এবং বিজোড়
- এভাবে চিন্তা করুণঃ
| ১ম | ২য় | ৩য় | ৪র্থ | ৫ম | |
|
বিজোড় পদ |
ZA5 | XC6 | VE7 | ||
|
জোড় পদ |
Y4 B | W3 D |
প্রশ্নটিতে বিজোড় সংখ্যক পদের ১ম এবং ৩য় পদে ২য় বর্ণের পরে যথাক্রমে
5 এবং 6 এই দুটি সংখ্যা আছে বলে পঞ্চম পদটিতে VE বর্ণ দুটির পরে 6 এর
পরের সংখ্যা হিসেবে 7 হয়েছে । তাই উত্তর d) VE7 .
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions