এনআরবিসি ব্যাংক (টিএও) - ২৬.১০.২০২৪ (60 টি প্রশ্ন )
- পৃথিবীতে প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্যে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট করে।
- সে জন্য বাংলাদেশ মূল মধ্যরেখা বা গ্রিনিচ মানমন্দির থেকে ৯০ ডিগ্রি পূর্বদিকে অবস্থিত হওয়ায় বাংলাদেশের সাথে গ্রিনিচের সময়ের পার্থক্য ৯০ x ৪ = ৩৬০ মিনিট বা ৬ ঘন্টা।
- গ্রীনিচের পূর্ব দিকে অবস্থিত স্থানগুলোর সময় গ্রীনিচের থেকে এগিয়ে থাকে। 
- গ্রীনিচের পশ্চিমের স্থানগুলোর সময় গ্রীনিচ থেকে পিছিয়ে থাকে।

- জাতীয় স্মৃতিসৌধ (সম্মিলিত প্রয়াস) বাংলাদেশের ১৯৫২ এর ভাষা আন্দোলন, ১৯৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৬ এর ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, ১৯৬২ এর শিক্ষা আন্দোলন, ১৯৬৬ এর ছয়দফা আন্দোলন, ১৯৬৯ এর গণঅভ্যুত্থান, ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ এই সাতটি ঘটনাকে স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা হিসেবে বিবেচনা করে সৈয়দ মাইনুল হোসেন এটি নির্মাণ করেন।
- এটি ঢাকা শহরের উপকণ্ঠে সাভারের নবীনগরে অবস্থিত।
- এর উচ্চতা ১৫০ ফুট (৪৫.৭২ মিটার)।
- ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভিত্তি প্রস্তর স্থাপন ও ১৯৮২ সালের ১৬ ডিসেম্বর হুসেইন মুহাম্মদ এরশাদ উদ্বোধন করেন।
- আমাজন নদী (Amazon River) এমন একটি নদী যা কোনো স্থায়ী সেতু দ্বারা অতিক্রম করা হয় না।
- এটি বিশ্বের বৃহত্তম নদীগুলোর একটি এবং দক্ষিণ আমেরিকার মধ্য দিয়ে প্রবাহিত।
- আমাজন নদীর বিস্তৃত প্রস্থ, গভীরতা এবং এর আশেপাশের ঘন বনাঞ্চল সেতু নির্মাণকে অত্যন্ত চ্যালেঞ্জিং করে তুলেছে।
- যদিও নদীটি নৌপরিবহন এবং ফেরি ব্যবস্থার মাধ্যমে পারাপারের জন্য ব্যবহৃত হয়, তবে এর উপর কোনো স্থায়ী সেতু নির্মাণ করা হয়নি।
- ইংরেজি সাহিত্যে সবচেয়ে বিখ্যাত satirist (ব্যঙ্গরচয়িতা; ব্যঙ্গনবিশ) হলেন Janathan swift । তার বিখ্যাত satire 'Gulliver's Travels' -এর মাধ্যমে তিনি সবচেয়ে বেশি পরিচিতি পান । 
- Jonathan Swift হচ্ছে Augustan Age এর একজন সাহিত্যিক।
- তিনি ছিলেন একজন বিখ্যাত আইরিশ প্রাবন্ধিক ,লেখক ও পাদ্রী।
'Gulliver's Travels' এর চারটি পার্ট হলঃ 
Part I: A Voyage to Lilliput
Part II: A Voyage to Brobdingnag
Part III: A Voyage to Laputa, Balnibarbi, Luggnagg, Glubbdubdrib and Japan
Part IV: A Voyage to the Land of the Houyhnhnms

তার উল্লেখযোগ্য সাহিতকর্মঃ
- A Tale of a Tub (1704)
- A Modest Proposal (1729)
- A Journey to Stella
- The Battle of the Books.
- Sustainable Development Goals (SDGs) হলো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা যা Millennium Development Goals (MDGs) এর স্থলে প্রতিস্থাপন করা হয়।
- ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে "Transforming our world: The 2030 Agenda for Sustainable development' শিরোনামের একটি কর্মসূচি গৃহীত হয়, যা SDGs নামে পরিচিত।
- SDGs এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত। এতে মোট ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে।
- ২০৩০ সালের মধ্যে SDG Target-এ দেয়া Maternal Mortaliy rate ৭০ শতাংশ কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে।

এসডিজির ১৭ লক্ষ্যসমূহ হলো: 
- প্রথম : দারিদ্র্য নির্মূল 
- দ্বিতীয় : ক্ষুধামুক্তি
- তৃতীয় : সুস্বাস্থ্য
- চতুর্থ : মানসম্মত শিক্ষা 
- পঞ্চম : লিঙ্গ সমতা 
- ষষ্ঠ : বিশুদ্ধ পানি ও স্যানিটেশন 
- সপ্তম : সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি 
- অষ্টম : কর্মসংস্থান ও অর্থনীতি 
- নবম : শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো 
- দশম : বৈষম্য হ্রাস
- একাদশ : টেকসই শহর ও জনগণ 
- দ্বাদশ : পরিমিত ভোগ ও উৎপাদন 
- ত্রয়োদশ : জলবায়ু বিষয়ে পদক্ষেপ 
- চতুর্দশ : সামুদ্রিক বাস্তুসংস্থান 
- পঞ্চদশ : স্থলভাগের জীবন 
- ষোড়শ : শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- সপ্তদশ : অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

- World Resources Institute- ২০২৪ এর তথ্যমতে, মাথাপিছু গ্রিন-হাউজ গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র এবং ২য় অবস্থানে রয়েছে রাশিয়া।
- অন্যদিকে, গ্রিনহাউজ গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ চীন এবং ২য় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।
- হীরক বা হীরা বা হীরে হল সর্বাপেক্ষা মূল্যবান একটি রত্ন যা গহনা তৈরিতে বহুল ব্যবহৃত হয়।

- বর্ণহীন এ রত্নটি একটি মাত্র বিশুদ্ধ উপাদান কার্বন থেকে সৃষ্ট। অন্য ভাষায় হীরক কার্বনের একটি বিশেষ রূপ মাত্র।

- সকল প্রাকৃতিক পদার্থ থেকে হীরা অনেক বেশি শক্ত এবং এটি দিয়ে উচ্চতম তাপমাত্রা পর্যন্ত কাজ সম্ভব।
- কাতার পশ্চিম এশিয়ায় অবস্থিত একটি দেশ, যা আরব উপদ্বীপের উত্তর-পূর্ব কোণে কাতার উপদ্বীপ দখল করে আছে।
- এটি দক্ষিণে সৌদি আরবের সাথে স্থলসীমান্ত ভাগ করে এবং বাকি তিন দিক থেকে পারস্য উপসাগর দ্বারা বেষ্টিত।
- কাতার মধ্যপ্রাচ্যের অংশ হিসেবে পরিচিত এবং এটি তার তেল ও প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুদের জন্য বিখ্যাত।
- দেশটির রাজধানী দোহা, যা কাতারের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র।
1 kilogram is equal to- 2.21 Ibs. 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) প্রকাশিত বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা- ২০২৪ অনুযায়ী, বৈশ্বিক তৈরি পোশাক রপ্তানি বাজারে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। এবং ভিয়েতনামের অবস্থান তৃতীয়।
- ২০২৩ সালে বাংলাদেশ ৩৮ বিলিয়ন ও ভিয়েতনাম ৩১ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করে।
- ২০২০ সালে ভিয়েতনাম বাংলাদেশকে তৃতীয় অবস্থানে ঠেলে দিয়ে দ্বিতীয় হয়েছিল।
- সাম্প্রতিক বছর গুলোতে বৈশ্বিক তৈরি পোশাক রপ্তানির বাজারে আধিপত্য বিস্তারে বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা পরিলক্ষিত হচ্ছে।

(i) চারপপাশে 4টি
(ii) মাঝ বরাবর 3টি
(iii) কোণা বরাবর 2টি
(iv) মাঝের কোণ বরাবর 4টি
(v) সারি বরাবর টিক মাঝ বরাবর 1টি

অতএব, মোট 14টি। 

দেওয়া আছে:
M এবং F বিবাহিত জুটি
A এবং B বোন
A হল F-এর বোন

এখন সম্পর্কগুলি একটি একটি করে বিশ্লেষণ করি:

যেহেতু A হল F-এর বোন এবং F বিবাহিত
যেহেতু M হল F-এর স্বামী
তাহলে A হল M-এর শালী (sister-in-law)
যেহেতু A এবং B বোন
যেহেতু A হল M-এর শালী
তাহলে B-ও হল M-এর শালী (sister-in-law)

সুতরাং, B হল M-এর শালী (sister-in-law)।
Watch (ঘড়ি) এর সাহায্যে time (সময়) জানা যায়। ঠিক তেমনি barometer (ব্যারোমিটার) এর সাহায্যে Atmospheric Pressure (বায়ু চাপ) মাপা যায়।
এখানে, Smart > dull ব্যবহার করে পাই,
P > R, Q < T এবং P > T
∴ P is smartest.
প্রতি 1 ঘণ্টায় কমে 17 মিনিট
ঘড়িটির মিনিটের কাটা 1 ঘণ্টায় যায় = (60 - 17) = 43 মিনিট

যেহেতু ঘড়ির কাটাটি 12 টা থেকে শুরু করে 2 : 52 তে বন্ধ হয়, সেহেতু এর মিনিটের কাটাটি যায় = 2 ঘণ্টা 52 মিনিট = (2 × 60) মিনিট + 52 মিনিট = 120 + 52 = 172 মিনিট

এখন, ঘড়িটির মিনিটের কাটা 43 মিনিট যায় 1 ঘণ্টায়
∴ ঘড়িটির মিনিটের কাটা 1 মিনিট যায় 1/43 ঘণ্টায়
∴ ঘড়িটির মিনিটের কাটা 172 মিনিট যায় (1 x 172)/43 = 4 ঘণ্টা

ঘড়িটি যখন থামে তখন প্রকৃত সময় = 12 + 4 = 16 ঘণ্টা = 4:00 টা
প্রথমে, আমরা VOLUME শব্দের প্রতিটি অক্ষরের জন্য কোড নির্ধারণ করব:

VOLUME = 653042

V = 6
O = 5
L = 3
U = 0
M = 4
E = 2

এখন, 4532 কোডটির জন্য সংশ্লিষ্ট অক্ষরগুলি খুঁজে বের করি:
4 = M
5 = O
3 = L
2 = E

অতএব, 4532 = MOLE
Heart যেমন Sentiment (অনুভুতি/আবেগ) এর সাথে সম্পর্কিত। ঠিক তেমনি Head (মাথা) Thinking (চিন্তাশক্তি) এর সাথে সম্পৃক্ত।
- Potato (আলু), Carrot (গাজর), এবং Bean (বিন) সবই মাটির নিচে বা গাছের শিকড়/পাঁপড়ি থেকে উদ্ভূত হয় এবং সাধারণত সবজি হিসেবে ব্যবহৃত হয়।
- কিন্তু Apple (আপেল) হলো একটি ফল, যা গাছের ফল থেকে আসে এবং সাধারণত খাবারের পরে বা মিষ্টি হিসেবে খাওয়া হয়।

অতএব, Apple হলো একমাত্র বস্তু যা অন্যান্য তিনটির থেকে আলাদা, কারণ এটি একটি ফল, বাকি তিনটি সবজি।
সংখ্যা সিরিজটি হল: 25, 24, 22, 19, 15, ______

25 থেকে 24 = 1 কমেছে
24 থেকে 22 = 2 কমেছে
22 থেকে 19 = 3 কমেছে
19 থেকে 15 = 4 কমেছে

একটি প্যাটার্ন দেখা যাচ্ছে: প্রতিবার পূর্ববর্তী পার্থক্যের চেয়ে 1 বেশি পরিমাণ কমছে।

তাহলে, পরবর্তী ধাপে 5 কমবে।
15 - 5 = 10

অতএব, পরবর্তী সংখ্যা হবে 10।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
First, let's analyze how PALE is coded as 2134:
P → 2
A → 1
L → 3
E → 4

And how EARTH is coded as 41590:
E → 4
A → 1
R → 5
T → 9
H → 0

Now, let's find the code for PEARL:
P → 2
E → 4
A → 1
R → 5
L → 3

So PEARL would be coded as: 24153

The answer is D) 24153
দেওয়া আছে,
সমকোণী ত্রিভুজের অতিভুজ = 5
এবং একটি বাহু = 3
অপর বাহু = x

প্রশ্নমতে, x2 + 32 = 52
⇒ x2 + 9 = 25
⇒ x2 = 16
⇒ x = 4

∴ 210 = 2 × 3 × 5 × 7

         = 5 × 6 × 7

∴ যোগফল = 5+6+7=18


মনেকরি, আসল = p টাকা

প্রশ্নমতে, {(P x 6 × 4.5 )/100} - {(p x 4 × 4.5)/100} = 216

⇒ 27p - 18 p = 21600

⇒ 9p = 21600

⇒ p = 2400


মনে করি, 
পুত্রের বর্তমান বয়স = x বছর
∴ পিতার বর্তমান বয়স = (80-x) বছর
প্রশ্নমতে, 3(x-10) = 80 - x- 19
⇒ 3x-30 = 70 -x
⇒ 3x+x = 70 + 30
⇒ 4x = 100
⇒ x = 25
∴ পুত্রের বর্তমান বয়স = 25 বছর
মনেকরি, 16 তম ইনিংসের আগে অর্থাৎ 15 তম ইনিংসে গড় রান = x
∴ মোট রান = 15x
আবার,
16 তম ইনিংস শেষে গড় রান = x + 3
∴ 16 তম ইনিংসে মোট রান =  16(x + 3)

প্রশ্নমতে, 16(x + 3) - 15x = 80
⇒16x + 48 - 15x = 80
⇒ x = 32

∴ 16 তম ইনিংস শেষে গড় রান = 32 + 3 = 35
11:60
(-) 3:15
     8:45 

সঠিক সময় = 8 : 45
মনেকরি, ডিমের সংখ্যা = x টি

পঁচে যায় = x এর 10% = x/10 টি

পঁচে যাওয়ার পর অবশিষ্ট = x - x/10 = 9x/10 টি

প্রতিবেশিদের দেয় = 9x/10 এর 80%
= (9x/10) × (80/100)
= 18x/25 টি

অবশিষ্ট = 9x/10 - 18x/25 = (45x - 36x)/50 = 9x/50 টি

প্রশ্নমতে, 9x/50 = 36

⇒ x = (36 × 50)/9

⇒ x = 200

অতএব, ডিমের সংখ্যা ছিল 200 টি।

দেওয়া আছে, 
মোট Investment = 150000 টাকা

ধরি, National savings certificate -এ Investment = x টাকা

∴ FDR -এ Investment = (150000 - x) টাকা

প্রশ্নমতে, (1/3).x = (1/2).(150000 - x)
⇒ x/3 = (150000 - x)/2

⇒ 2x = 450000 - 3x

⇒ 2x + 3x = 450000

⇒ 5x = 450000

⇒ x = 90000

National saving certificate- এ Investment = 90000 টাকা


দেওয়া আছে, x = y = 2z

∴ y = x

এবং z = x/2

আবার, xyz = 256
⇒ x.x. x/2 = 256
⇒ x3 = 256 × 2 
⇒ x3 = 512
⇒ x3 = 83
⇒ x = 8


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

মনেকরি,

1টি জিন্স এর দাম = x টাকা

এবং, একটি শার্টের দাম = y টাকা

প্রশ্নমতে, 2x + 3y = 4000 ……(i)

এবং 3x + 2y = 3500……..(ii)

(i) x 2 - (ii) x 3 ⇒


4x + 6y = 8000

9x + 6y = 10500

—--------------------
- 5x       = -2500
Or, x     = 500


∴1টি জিন্সের দাম 500 টাকা


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0