৫ টাকায় ২টি করে কমলা কিনে ৪২ টাকায় কয়টি কমলা বিক্রয় করলে ২০% লাভ হবে?
Solution
Correct Answer: Option D
দেওয়া আছে,
২টি কমলার ক্রয়মূল্য = ৫ টাকা
২০% লাভে,
২টি কমলার বিক্রয়মূল্য = ৫ × (১২০/১০০) টাকা = ৬ টাকা
৬ টাকায় বিক্রয় করতে হবে = ২ টি কমলা
∴ ১ টাকায় বিক্রয় করতে হবে = ২/৬ টি কমলা
∴ ৪২ টাকায় বিক্রয় করতে হবে = (২/৬) × ৪২ টি কমলা
= ১৪ টি কমলা