ভোর বেলায় হাঁটার সময় আপনি দেখলেন আপনার ছায়া আপনার ডান দিকে পড়ছে। আপনার মুখ কোন দিকে?
Solution
Correct Answer: Option D
- ভোর বেলায় সূর্য পূর্ব দিকে উদিত হয়।
- সূর্য পূর্ব দিকে থাকলে যেকোনো বস্তুর ছায়া তার বিপরীত দিকে, অর্থাৎ পশ্চিম দিকে পড়ে।
প্রশ্ন অনুযায়ী, আপনার ছায়া আপনার ডান দিকে পড়ছে। এর মানে হলো, আপনার ডান দিকটি পশ্চিম দিকে নির্দেশ করছে।
- যদি আপনার ডান হাত পশ্চিম দিকে থাকে, তাহলে স্বাভাবিকভাবেই আপনার মুখ দক্ষিণ দিকে
থাকবে।