ইংরেজি বর্ণমালার কতগুলো বড় হাতের অক্ষর (Capital Letters) আছে যাদের জলীয় প্রতিবিম্বে কোনো পরিবর্তন হয় না?

A ৮টি

B ১১টি

C ৯টি

D ১০টি

Solution

Correct Answer: Option C

- জলীয় প্রতিবিম্ব বা পানিতে প্রতিচ্ছবির ক্ষেত্রে বস্তুর উপরের অংশ নিচে এবং নিচের অংশ উপরে দেখায়, কিন্তু ডান বা বাম দিকের কোনো পরিবর্তন হয় না।
- ইংরেজি বর্ণমালার যে অক্ষরগুলির আনুভূমিক প্রতিসাম্য (horizontal symmetry) আছে, তাদের জলীয় প্রতিবিম্ব অপরিবর্তিত থাকে।
বইয়ের তথ্য অনুযায়ী, এই ধরনের ৯টি বড় হাতের অক্ষর হলো: B, C, D, E, H, I, K, O, X।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions