কোনো বাগানে ১০২৪টি আম গাছ আছে। দৈর্ঘ্য ও বিস্তারে উভয় দিকের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ থাকলে প্রত্যেক সারিতে কতটি গাছ আছে?

A ২২টি

B ২৮টি

C ৩২টি

D ৩৪টি

Solution

Correct Answer: Option C

যেহেতু, দৈর্ঘ্য  ও বিস্তারে উভয় দিকের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ আছে।
তাই, ১০২৪ এর বর্গমূলই হচ্ছে প্রত্যেক সারির গাছের সংখ্যা।

∴ ১০২৪ এর বর্গমূল = √১০২৪
                          = ৩২
প্রত্যেক সারির গাছের সংখ্যা ৩২টি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions