The world's annual food production slightly exceeds the amount of food required to provide a minimally adequate diet for the world's population. To predict that insufficient food production will cause a hunger crisis in the future is nonsense. Any hunger crisis will result from a distribution problem rather than a production problem. The statement about assumes which of the following ?
Correct Answer: Option C
Solution:
প্রশ্নে বলা হচ্ছে, যে, বিশ্বের সকল মানুষের জন্য Minimum যতটুকু খাদ্য প্রয়োজন, বিশ্বের বার্ষিক খাদ্য উৎপাদক তার চেয়ে সামান্য বেশি ।
তাই, অপর্যাপ্ত খাদ্য উৎপাদন ক্ষুধা সমস্যার সৃষ্টি করবে এই ধরনের Prediction বা ভবিষ্যৎবাণী বোকামীপূর্ণ বক্তব্য ছাড়া আর কিছুই না । বরং
যেকোন ধরনের ক্ষুধার সংকট শুধু খাদ্যের বন্টনজনিত সমস্যা, এটা উৎপাদন জনিত সমস্যা নয় ।
এখন প্রশ্ন হচ্ছে যে, উপরের এই বক্তব্য হতে নিচের কোনটি অনুমান করা যায় ?
অপশন a) তে বলা হচ্ছে যে, ভবিষ্যতে যে পরিমাণ খাবার লাগবে, বিশ্বের বর্তমান খাদ্য উৎপাদন তার চেয়ে বেশি । এটি উত্তর হবে না, কারণ উপরের
Statement হতে এটি Assume করা যায় না ।
অপশন b) তে বলা হচ্ছে যে, একটি উন্নত বন্টন ব্যবস্থার মাধ্যমে কম/অপর্যাপ্ত খাদ্য উৎপাদনকে Prevent বা মোকাবিলা করা যেতে পারে । এটিও উত্তর হবে না ।
অপশন c) তে বলা হচ্ছে যে, পর্যাপ্ত বা অতিরিক্ত খাদ্য চাহিদা মেটানোর জন্য বিশ্ব খাদ্য উৎপাদন অব্যাহত থাকবে । হ্যাঁ , এটি উপরের
Statement হতে Assume করা যেতে পারে । তাই এটিই সঠিক উত্তর ।
অপশন d) তে বলা হচ্ছে যে, অদূর ভবিষ্যতে 'ক্ষুধা সমস্যা' থাকবে না । এটিও Assume করা যায় না । তাই এটি বাদ ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions