Solution
Correct Answer: Option D
- Epistolary novel: পত্রোপন্যাস/চিঠির আকারে রচিত উপন্যাস।
- Epistolary novel হল একটি উপন্যাসের ধরণ যা বিভিন্ন চরিত্রের লিখিত চিঠি, ডায়রি, জার্নাল ইত্যাদির সংগ্রহে প্রকাশিত হয়।
- এই ধরণের উপন্যাসে ঘটনা, চরিত্রের মানসিকতা এবং উপলব্ধির বৃত্তান্ত প্রধানত উপস্থাপিত হয় লিখিত এই চিঠিপত্রের মাধ্যমে।
- এতে রচনার কাঠামো কম কৃত্রিম এবং পাঠকদের টানতে পারে।