পরবর্তী প্যাটার্ন হবে নিচের কোনটি?
Solution
Correct Answer: Option D
ছায়াঘেরা ঘরদুটি ৪৫° কোণে ঘড়ির কাঁটার দিকে ঘুরে। এই হিসেবে পরের প্যাটার্নে ছায়াঘেরা অংশদুটি থাকবে বামপাশে।
(+) চিহ্নটি এক ঘর এক ঘর করে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে। এই হিসেবে (+) চিহ্নটি থাকবে উপরে ডানপাশে।
হার্ট চিহ্নটি এক ঘর এক ঘর করে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে। এই হিসেবে হার্ট চিহ্নটি থাকবে ছায়া ঘেরা ঘর দুটির মাঝে।
ছায়া ঘেরা ঘর দুটির মাঝের চিহ্নটি বিপ্রতীপ আকারে থাকে অর্থাৎ দুই পাশে থাকে। সুতরাং হার্ট চিহ্নটি উভয় পাশেই থাকবে।
তারকা চিহ্নটি এক ঘর এক ঘর করে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে। এই হিসেবে তারকা চিহ্নটি থাকবে নিচে ডানপাশে।
সুতরাং পরের প্যাটার্নটি হবে D।