I saw a fearful snake while I was returning home. ''while I was returning home'' is an example of -
A principal clause
B subordinate clause
C noun clause
D adjective clause
Solution
Correct Answer: Option B
• অর্থ প্রকাশ করার জন্য যে Clause-কে Principal Clause-এর উপর সম্পূর্ণরূপে নির্ভর করতে হয় তাকে Sub-ordinate Clause বলে।
• saw- Verb এর সময় বুঝানোর কারণে Adverbial clause of Time হয়েছে।
• Adverbial Clause – Sub-ordinate Clause এর একটি প্রকার।