Albatross (A bird) is a character found in which poem?
A Christabel
B Dejection: An Ode
C The Rime of the Ancient Mariner
D Kubla Khan
Solution
Correct Answer: Option C
- 'The Rime of the Ancient Mariner' হলো English poet Samuel Taylor Coleridge এর দীর্ঘতম প্রধান কবিতা।
- কবিতাটি ১৭৯৭ - ১৭৯৮ সালে লেখা এবং ১৭৯৮ সালে Lyrical Ballads এর প্রথম সংস্করণে প্রকাশিত হয়েছিল।
- Ancient Mariner চরিত্রটি একটি বিবাহের ভোজে যাওয়ার পথে তিন যুবকের একজনকে তার যৌবনকালের সমুদ্রে অভিজ্ঞতার গল্প বলেন।
- কবিতাটি একটি Albatross পাখি হত্যা, তার সহকর্মী নাবিকদের মৃত্যু এবং সবশেষে তার পাপ মুক্তির কাহিনী নিয়ে রচিত।
- শেষে Ancient Mariner উপলব্ধি করেন যে তাকে অবশ্যই ঈশ্বরের তৈরি সমস্ত প্রাণীকে মূল্য দিতে হবে এবং সম্মান করতে হবে।