Choose the one that can be substituted for the given words/phrase: Elimination of a racial group by killing -
A homicide
B regicide
C genocide
D parricide
Solution
Correct Answer: Option C
এখানে, সঠিক উত্তর হবে 'Genocide'
Genocide হচ্ছে হত্যার মাধ্যমে সম্পূর্ণ জাতিকে ধ্বংস করার পদ্ধতি।
Homicide শব্দের অর্থ হচ্ছে হত্যা।
কোনো ব্যক্তির অপর কোনো ব্যক্তি কর্তৃক যদি হত্যা সংগঠিত হয় তবে সেই হত্যাকে Homicide বলে।
Regicide শব্দের অর্থও হচ্ছে গনহত্যা।
কিন্তু পার্থক্য হছে হত্যাকারীর উদ্দেশ্য থাকে রাজাকে হত্যা করা এবং এই শব্দের আরেকটি অর্থ হচ্ছে রাজহত্যা।
Parricide হচ্ছে কোনো সন্তান কর্তৃক তার পিতা বা মাতার হত্যা সাধন।