উত্তর অভিমুখী একটি জাহাজ যদি ডানে মোড় নিতে থাকে যতক্ষণ না পর্যন্ত সেটি দক্ষিণ-পশ্চিম অভিমুখে যেতে পারে, সেটি প্রায় কত ডিগ্রী কোণ অতিক্রম করবে?

A ১৮০°

B ২২৫°

C ২৭০°

D ১৩৫°

Solution

Correct Answer: Option B

সাধারণত দিকের মান নির্ধারণ করা হয় এভাবে:

উত্তর (N) = 0°
পূর্ব (E) = 90°
দক্ষিণ (S) = 180°
পশ্চিম (W) = 270°

দক্ষিণ-পশ্চিমের কোণ নির্ণয়:
দক্ষিণ-পশ্চিম (SW) = দক্ষিণ এবং পশ্চিমের মাঝামাঝি = 180° + 45° = 225°

এখন,
উত্তর = 0°
দক্ষিণ-পশ্চিম = 225°
ডানে মোড় মানে ঘড়ির কাঁটার মতো ঘূর্ণন → 0° থেকে 225° পর্যন্ত = 225°

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions