৩, ১০, ৯, ৮, ২৭, ৬, ৮১, ৪, ২৪৩, (?) প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
Solution
Correct Answer: Option C
দেওয়া সিরিজটি:
৩, ১০, ৯, ৮, ২৭, ৬, ৮১, ৪, ২৪৩, (?)
প্রথমে লক্ষ্য করুন যে সিরিজে বাম থেকে ডানে সংখ্যাগুলো দুইটি আলাদা ধারা মিশ্রিত হচ্ছে:
প্রথম ধারা (বাম থেকে প্রতি দ্বিতীয় সংখ্যা): ৩, ৯, ২৭, ৮১, ২৪৩
এগুলো লক্ষ্য করলে দেখা যায়, প্রতিটি সংখ্যা আগের সংখ্যার ৩ গুণ:
৩ × 3 = ৯
৯ × 3 = ২৭
২৭ × 3 = ৮১
৮১ × 3 = ২৪৩
→ এটা হলো একটি গুণিতক ধারা (3 × n)
দ্বিতীয় ধারা (বাম থেকে প্রতি দ্বিতীয় সংখ্যা বাকি সংখ্যা): ১০, ৮, ৬, ৪, (?)
এই ধারা ২ করে কমে যাচ্ছে:
১০ → ৮ → ৬ → ৪ → ২
তাহলে প্রশ্নবোধকের জায়গায় থাকা সংখ্যা হবে: ২
সুতরাং উত্তর: ২