Solution
Correct Answer: Option D
এখানে প্রতিটি অক্ষরকে ইংরেজি বর্ণমালার বিপরীত অক্ষর দিয়ে পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ, বর্ণমালার শুরু থেকে একটি অক্ষর যত নম্বর অবস্থানে রয়েছে, তাকে শেষ থেকে গণনা করে সেই অবস্থানের অক্ষরটি দিয়ে বদলানো হয়েছে।
A (শুরু থেকে ১ম) এর বিপরীত অক্ষর হলো Z (শেষ থেকে ১ম)।
B (শুরু থেকে ২য়) এর বিপরীত অক্ষর হলো Y (শেষ থেকে ২য়)।
C (শুরু থেকে ৩য়) এর বিপরীত অক্ষর হলো X (শেষ থেকে ৩য়)।
একই নিয়ম GIVV এর ক্ষেত্রে প্রয়োগ করলে:
G (শুরু থেকে ৭ম) এর বিপরীত অক্ষর হলো T (শেষ থেকে ৭ম)।
I (শুরু থেকে ৯ম) এর বিপরীত অক্ষর হলো R (শেষ থেকে ৯ম)।
V (শুরু থেকে ২২তম) এর বিপরীত অক্ষর হলো E (শেষ থেকে ২২তম)।
V (শুরু থেকে ২২তম) এর বিপরীত অক্ষর হলো E (শেষ থেকে ২২তম)।
অতএব সঠিক উত্তরঃ TREE