Solution
Correct Answer: Option A
- Liability (দায়) অর্থ হলো কোনো কিছুর দায়িত্ব বা বাধ্যবাধকতা, আর Immunity (মুক্তি) মানে হলো দায় বা বাধ্যবাধকতা থেকে মুক্তি।
অর্থাৎ, এই দুইটি শব্দ একে অপরের বিপরীত।
- একইভাবে,
Debit (ঋণপক্ষ) হলো হিসাবের এক পাশে খরচ বা দায় বৃদ্ধি বোঝায়,
আর
Credit (জমা বা আয়পক্ষ) হলো হিসাবের অন্য পাশে আয় বা সম্পদ বৃদ্ধি বোঝায়।