Which one of the four makes the best comparison? Water is to ice as milk is to:
Solution
Correct Answer: Option B
পানি যেমন বরফে পরিণত হয়, তেমনি দুধ পনিরে পরিণত হয়। এই তুলনাটি কার্যকর কারণ পানি যখন হিমায়িত হয়, তখন তা বরফে পরিণত হয়, ঠিক যেমন দুধ জমাট বাঁধার ও কিণ্বনের মাধ্যমে পনিরে পরিণত হয়। উভয় পরিবর্তনই নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে অবস্থা বা রূপ পরিবর্তনের সাথে জড়িত।