মেহেদী একটি নির্দিষ্ট স্থান থেকে ৯ কি.মি. দক্ষিণে গেল। এরপর ৩ কি.মি. পূর্বে গেল। এর পর সেখান থেকে উত্তর দিকে ৬ কি.মি. হেঁটে যাত্রা শেষ করলো। যাত্রা স্থান থেকে সর্বশেষ স্থানের দূরত্ব কত?
A ৩√২ কি.মি.
B ৩√৫ কি.মি.
C ৭ কি.মি.
D ৩ কি.মি.
Solution
Correct Answer: Option A
যাত্রাস্থান থেকে সর্বশেষ স্থানের দূরত্ব AD
AD = √(AE² + ED²)
= √(3² +3²)
= √18
= 3√2