দিদার, নোমান, তুষার ও আবেদীন সারিবদ্ধভাবে বসল। দিদার নোমানের ডানে, তুষার নোমানের বামে কিন্তু আবেদীনের ডানে বসল। যদি দিদার তুষারের ডানে বসে থাকে তাহলে সবশেষে বামে কে বসেছে?
A দিদার
B নোমান
C তুষার
D আবেদীন
Solution
Correct Answer: Option D
তাদের বসে থাকার ফরমেট হবে এইরূপ:
বাম ( আবেদীন তুষার নোমান দিদার ) ডান