The period of English literature from 1660 to 1700 is called the Restoration Period because:
A Theatres were restored and reopened
B Monarchy was restored in England
C Religious freedom was restored
D A new style of literature was restored
Solution
Correct Answer: Option B
- ১৬৬০ সাল থেকে ১৭০০ সাল পর্যন্ত ইংরেজ সাহিত্যের সময়কালকে 'পুনরুত্থান যুগ' (Restoration Period) বলা হয়, কারণ এই সময়ে ইংল্যান্ডে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল।
- এর আগে ১৬৪৯ সালে রাজা প্রথম চার্লসের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর ইংল্যান্ডে কমনওয়েলথ নামে একটি প্রজাতন্ত্র স্থাপিত হয়, যা অলিভার ক্রমওয়েলের নেতৃত্বে পরিচালিত হচ্ছিল।
- ১৬৬০ সালে ক্রমওয়েলের মৃত্যুর পর, দ্বিতীয় চার্লসকে সিংহাসনে বসিয়ে রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করা হয়, যা 'রেস্টোরেশন' বা 'পুনরুত্থান' নামে পরিচিত।
- এই রাজনৈতিক পরিবর্তনের ফলস্বরূপ সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক জীবনে ব্যাপক পরিবর্তন আসে, যার প্রভাব এই সময়ের সাহিত্যে সুস্পষ্ট।