'O Captain! My Captain!' is a poem by Walt Whitman about the death of?
Solution
Correct Answer: Option B
- 'O Captain! My Captain!' কবিতাটি লিখেছেন মার্কিন কবি ওয়াল্ট হুইটম্যান।
- এটি একটি এলিজি বা শোকগাথা, যা মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কনের মৃত্যুতে রচিত।
- লিঙ্কন গৃহযুদ্ধের (American Civil War) শেষে আততায়ীর হাতে নিহত হন, যা হুইটম্যানকে deeply মর্মাহত করেছিল।
- কবিতায় লিঙ্কনকে দেশের কাপ্তান হিসেবে এবং গৃহযুদ্ধকে ঝড় হিসেবে প্রতীকীভাবে উপস্থাপন করা হয়েছে, যিনি দেশকে বিপদ থেকে উদ্ধার করেছিলেন।